বুরহানকে বীরের মর্যাদা, তীব্র নিন্দা ভারতের

নয়াদিল্লি, ৯ জুলাইঃ হিজবুল মুজাহিদ্দিন কমান্ডার বুরহান ওয়ানির ব্যাপক প্রশস্তি করে তাকে বীরের মর্যাদা দেওয়ায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। বিষয়টি নিয়ে আজ একাধিক টুইটবার্তা দিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে। তিনি বলেন, এই প্রথম পাক বিদেশমন্ত্রক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার লিখিত বক্তব্য পড়ে শুনিয়েছে। আর এখন বুরহানকে বীরের মর্যাদা দিয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। ২০১৬-র জুলাই মাসে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনার গুলিতে মৃত্যু হয় বুরহানের।

গতবছর বুরহানের মৃত্যুর পর পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাকে ‘শহিদ’ বলে অভিহিত করেছিলেন। এবারও তাঁর বক্তব্য লক্ষণীয়। বুরহানের মৃত্যুর পর কয়েক মাস ধরে প্রতিবাদ বিক্ষোভ চলেছে জম্মু-কাশ্মীরে। টানা প্রায় দু-মাস ধরে কার্ফিউ চলেছে উপত্যকায়।

বাগলের মতে, বিষয়টি ফের চাগিয়ে তুলতে চায় প্রতিবেশী রাষ্ট্র। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গতকাল বুরহানের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বলেন, ‘কাশ্মীর উপত্যকার স্বাধীনতা যুদ্ধে বুরহানের মৃত্যু এক নয়া উদ্যম আনবে।’ শরিফ আরও জানিয়েছেন, পাকিস্তান কাশ্মীরিদের সঙ্গেই রয়েছে। আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে পাকিস্তান তাদের রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন দেবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uFDvFb

July 09, 2017 at 11:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top