নিজস্ব প্রতিবেদক::বাংলাদেশ নব-জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতির সিলেট জেলা কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে নগরীর তালতলা এলাকার গুলশান হোটেল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা তৌফিকুল আলম বাবলু, মনিরুল ইসলাম মনির, মোহাম্মদ আলী ও সুমন তালুকদার।
আলোচনা শেষে মো. জহিরুল ইসলামকে সভাপতি ও মো. আবদুল মুকিতকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের সিলেট জেলা কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আওয়ামী লীগ সরকার দেশ ও জাতীর মঙ্গল ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ দল কখনো ওয়াদা ভঙ্গ করে না। আপনাদেরকে দেয়া প্রতিশ্রুতিও সরকার পালন করবে। এর বাইরেও শিক্ষকদের সম্মান প্রদান ও ন্যায্য দাবি সরকার পূরণ করবে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vevzyn
July 28, 2017 at 10:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন