দাউদকান্দি প্রতিনিধি ● দাউদকান্দি উপজেলার জুরানপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ইয়ামিন ভূঁইয়া (১৮) পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় তিনজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে জুরান কলেজের পুকুরে পড়ে শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপরই হাসপাতাল ভাঙচুরের ঘটনা ঘটে।
ইয়ামিন গৌরিপুর পশ্চিম বাজার এলাকার আমির হোসেন ভূঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে জুরান কলেজের পুকুরের পানিতে পড়ে ইয়ামিনের মৃত্যু হয়। তার সঙ্গের বন্ধুরা ইয়ামিনকে গৌরিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিন মিয়াজি শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন এবং মৃত্যুটি সন্দেহমূলক বলে পুলিশকে খবর দেয়।
এ সময় নিহতের সঙ্গে আসা লোকজন মৃত্যুর বিষয়টি পুনরায় যাচাই করার জন্য বেসরকারি হাসপাতাল মুক্তি মেডিকেল ও শাপলা হাসপাতালে ইয়ামিনকে নিয়ে যায়। ওই দুই হাসপাতালও ইয়ামিনকে মৃত ঘোষণা করার পরই শিক্ষার্থীরা গৌরীপুর হাসপাতালে গিয়ে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কলেজের তিনজন ছাত্রকে আটক করে।
এদিকে ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী র্কমকর্তা (ইউএনও) মো. আল আমিন, সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান আবুল হাসেম সরকার।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন তাৎক্ষণিক চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সে জন্য ভাঙচুরকৃত চেয়ার টেবিল ও জানালার কাঁচ পুনঃস্থাপনের ব্যবস্থা করেন।
এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) অরবিন্ধ রায়কে আহ্বায়ক এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম ও প্রাণী সম্পদ অফিসার আমিনুল ইসলামকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান কুমিল্লার বার্তা ডটকমকে জানান, একজন শিক্ষার্থী মারা গেছেন। পরে হাসপাতাল ভাঙচুর হয়েছে।
তিনজন শিক্ষার্থী আটকের বিষয়ে ওসি মিজান জানান, এদেরকে আপাতত আটক বলা যাবে না। বিষয়টি নিয়ে আমরা দেখছি। পরে জানাবো।
The post দাউদকান্দিতে ছাত্রের মৃত্যু, স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2tc6WNW
July 18, 2017 at 09:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন