মুম্বাই, ০২ জুলাই- বলিউড সুইটহার্ট আলিয়া ভাট বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী। স্টুডেন্ট অফ দ্যা ইয়ার-ছবির মাধ্যমে অভিষেক হয় এই হলিউড তারকার। তার আকর্ষণীয় ফিগার, মিষ্টি হাসি দিয়ে সবার নজর কাড়েন প্রথম ছবিতে। কিন্তু আপনি জানেন কী এই অভিনেত্রী একজন বেশি ওজনের তরুণী ছিলেন। ১৭ বছর বয়সে ৬৭ কেজি ওজন ছিল আলিয়ার! তিন মাসে আলিয়া ওজন কমিয়ে ৫১ কেজিতে নিয়ে আসেন। এত কম সময়ে তিনি ওজন কমিয়ে ফেলেন ১৬ কেজি! কীভাবে? তার সেই জাদুকরী ডায়েট চার্টটি দেখে নিন এক নজরে। ডায়েট: ওজন কমানোর ক্ষেত্রে খাবার নিয়ন্ত্রণ করা বেশ গুরুত্বপূর্ণ। আলিয়া ভাটের ডায়েট লিস্টটি দেখুন তাহলে। সকালের নাস্তা: ব্রেড টোস্ট অথবা কর্ণফ্লেক্স, ফল, এক বাটি চিড়া অথবা সবজি অথবা একটি ডিমের সাদা অংশ দিয়ে তৈরি স্যান্ডউইচ। এরসাথে চিনি ছাড়া এক কাপ চা অথবা কফি। মধ্য সকাল: এক গ্লাস ভেজিটেবিল জুস, এর সাথে ফল অথবা ইডলি (ভাপা পিঠার মত একটি খাবার) সাথে এক বোল সাম্বার। দুপুরের খাবার: ডাল, রুটি এবং কিছু সবজি। সবকিছু অল্প তেলে অল্প রান্না করা। বিকেলের নাস্তা: ফল এবং এক কাপ চিনি ছাড়া চা অথবা কফি। রাতের খাবার: রুটি, সবজি অথবা ভাত, ডাল এবং এক টুকরো মুরগির বুকের মাংস। অব্যশই কম তেলে হালকাভাবে রান্না করা। আলিয়া লো-কার্ব, হাই প্রোটিন ডায়েট প্ল্যান মেনে চলেন। যেকোনো জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার, চিনি এড়িয়ে চলেন। প্রচুর পরিমাণ পানি পান করেন। আলিয়ার অন্যতম ডিটক্স হলো লেবু পানি। লেবুর পানির সাথে কিছুটা জাফরান মিশিয়ে নিয়মিত পান করেন। অন্যান্য অভিনেত্রীদের মতো আলিয়া ভাট একটি দিন চিট ডে হিসেবে পালন করেন। সেদিন তিনি তার পছন্দমত খাবার খেয়ে থাকেন। তা হতে পারে নুডুলস, চটপটি অথবা আলু ভাজি যা তার মা তৈরি করেন। ব্যায়াম: ব্যায়াম ছাড়া পারফেক্ট ফিগার পাওয়া বেশ কঠিন। আলিয়া ভাট প্রতিদিন জিমে যাওয়ার পরিবর্তে সপ্তাহে ৩-৪ দিন জিম যাওয়া পছন্দ করেন। জিমের তুলনায় তিনি কার্ডিও এক্সারসাইজ এবং ইয়োগা বেশি পছন্দ করেন। প্রথম দিন: ট্রেডমিল- ওয়ার্মআপ ৫ মিনিট ট্রেডমিল- রানিং প্রতি ১০ মিনিট পর পর পুনরাবৃত্তি পুশ আপস- ৩ সেটস * ১০-১২ বার পুনরাবৃত্তি লেট পুল ডাউন্স- ৩ সেট * ১৫ বার পুনরাবৃত্তি বাইক্যাপ কিউরলস- ৩ সেট * ১৫-২০ বার পুনরাবৃত্তি দ্বিতীয় দিন: বিশ্রাম তৃতীয় দিন: ট্রেডমিল- ওয়ার্মআপ ৫ মিনিট ক্রাঞ্চেস- ৩ সেটস * ১৫-২০ ব্যাল এক্সটেনশন্স- ৩ সেটস * ১৫ বার পুনরাবৃত্তি বাইসাইকেল ক্রাঞ্চেস- ৩ সেটস * ২০-২৫ বার পুনরাবৃত্তি রিভার্স ক্রাঞ্চেস- ৩ সেটস * ১৫ বার পুনরাবৃত্তি চতুর্থ দিন: বিশ্রাম পঞ্চম দিন: ট্রেডমিল- ওয়ার্মআপ ৫ মিনিট স্কুয়াটস: ৩ সেটস * ২০-২৫ বার পুনরাবৃত্তি ফরওয়ার্ড লাঞ্জ- ৩ সেটস * ২০-২৫ বার পুনরাবৃত্তি ডাম্ববেল লাঞ্জ- ৩ সেটস * ১৫ বার পুনরাবৃত্তি ব্যাকওয়ার্ড লান্স- ৩ সেটস * ২০-২৫ বার পুনরাবৃত্তি ট্রেডমিল- রানিং ১০ মিনিট ষষ্ট দিন: বিশ্রাম এর পাশাপাশি আলিয়া নিয়মিত ইয়োগা চর্চা করেন। সপ্তাহে দুইবার অষ্টাঙ্গ যোগব্যায়াম তিনি করে থাকেন। এছাড়া নাচ তো আছেই তার ওজন নিয়ন্ত্রণ রাখার জন্য। সূত্র: বলিউড শাদী এবং ফিটনেস ভার্স ওয়েটলুস আর/১৭:১৪/০২ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tEuq1X
July 03, 2017 at 01:07AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.