আজ জগন্নাথদেবের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা।

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শ্রী শ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে বেলা ৩টায় উল্টো রথযাত্রা শুরু হয়। প্রতি বৎসর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়।

এ উপলক্ষ্যে ইসকন সিলেট নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে উল্টো রথযাত্রার অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভাগবতকথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। দুপুরে আলোচনা সভা শেষে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উল্টো রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

পরে এখান থেকে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ, বলদের শুভদ্রা, বিগ্রহসহ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসকন মন্দিরে এসে সমাপ্তি ঘটে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sywKra

July 03, 2017 at 07:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top