সত্যিই কি তাহলে বার্সেলোনায় সুখী নন নেইমার? যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম প্রস্তুতির পারফরম্যান্স তো মোটেও তা বলছে না! বার্সেলোনার খেলা দুই ম্যাচের দুটোতেই জয়ের নায়ক ব্রাজিলিয়ান তারকা। কিন্তু অনুশীলন মাঠে উত্তেজিত নেইমারের রূপ বলছে অন্য কথা। বার্সেলোনা সতীর্থের সঙ্গেই মারামারি বাঁধিয়ে দিলেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। রাগে-ক্ষোভে শেষ পর্যন্ত অনুশীলন মাঠ ছেড়ে যান তিনি। তাতে নেইমারের প্যারিস সেন্ত জার্মেইয়ে যাওয়ার গুঞ্জনের পালে হাওয়া লাগতে শুরু করেছে আরও জোরেশোরে। বিশ্ব ফুটবলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার। প্যারিস সেন্ত জার্মেই ট্রান্সফারের বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে খবর স্প্যানিশ মিডিয়ার। সেই খবরে প্রতিনিয়ত রসদ জোগাচ্ছে বিভিন্ন গুঞ্জন। নেইমার আবারও এলেন শিরোনামে। এবার সতীর্থের সঙ্গে মারামারি বাঁধিয়ে দিয়েছেন অনুশীলন মাঠে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনুশীলন চলাকালীন একটি ভিডিও ধারণ করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের ব্যারি ইউনিভার্সিটির অনুশীলন সেশনে নেলসন ও সিমেদোকে বল কাড়াকাড়ি করার সময় একে অন্যের দিকে তেড়ে যেতে দেখা যায়। সিমেদো চলতি দলবদল মৌসুমেই বেনফিকা থেকে যোগ দিয়েছেন বার্সেলোনায়। নতুন কোচ এরনেস্তো ভালভারদের অধীনে দুই দলে ভাগ হয়ে ম্যাচ খেলছিলেন বার্সেলোনার খেলোয়াড়রা। খেলার এক পর্যায়ে নেইমারের কাছ থেকে বল কাড়তে গিয়ে ধাক্কাধাক্কি হয় ৩১ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দেওয়া সিমেদোর। বিষয়টি মোটেও পছন্দ হয়নি নেইমারের। ডেইলি মেইল-এর ভিডিওতে দেখা গেছে, ক্ষুব্ধ নেইমার তেড়ে যান এই রাইটব্যাকের দিকে। তাকে থামান হাভিয়ের মাসচেরানো। তাতে অবশ্য কাজ হয়নি, পেছনে ফিরে যাওয়া সিমেদোর দিকে আবার এগিয়ে যাচ্ছিলেন নেইমার। সের্হিয়ো বুশকেৎস ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে চেপে না ধরলে হাতাহাতির পর্যায়েই চলে যেতে পারতো ঘটনাটি! পাশেই দাঁড়িয়ে নির্বাক হয়ে ঘটনাটি দেখছিলেন কোচ ভালভারদে। নেইমার থামলেও অনুশীলন করেননি আর। গায়ে জড়ানো সবুজ রঙের অনুশীলন ড্রেস মাটিতে ছুড়ে ফেলে বেরিয়ে যান তিনি। যাওয়ার মুহূর্তেও নেইমারের ক্ষোভ প্রকাশ পেয়েছে তার অঙ্গভঙ্গিতে। হেঁটে যাওয়ার পথে সামনে পাওয়া একটা বল উড়িয়ে মারলেন, শূন্যেও লাথি মারলেন একবার। এমনিতেই তার বার্সেলোনা ছাড়ার গুঞ্জনে উত্তাল মিডিয়া। গুঞ্জনটা আরও জোরালো করেছে এই দৃশ্য। অনুশীলনের ওই ঘটনায় যে অসুখী নেইমারকে পাওয়া গেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। ডেইলি মেইল আর/১০:১৪/২৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vQqid6
July 29, 2017 at 05:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top