ওসমানীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ১৫জন আহত।।

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫জন আহত হয়েছে। তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। রবিবার বিকেল আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকায় দূঘটনাটি ঘটে।
জানা যায়, সিলেট থেকে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী মিনিবাসটি (সিলেট জ ১১-০১৯৮) তাজপুরের নিকটবর্তী কাশিকাপন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় বাসে থাকা অন্তত ১৫জন যাত্রী আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। মোঃ কাদির মিয়া, মোঃ মুসিব্বুর, খালিক মিয়া, জুনায়েদ মিয়াসহ অন্তত ১১জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন বলে জানিয়েছেন ফায়ার ফাইটার আল আমিন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tCib5E

July 03, 2017 at 08:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top