ছোট পোষাক পড়ায় মহিলাকে গ্রফতার সৌদি পুলিশের

দুবাই, ১৮ জুলাইঃ নির্জন রাস্তা দিয়ে ক্রপ টপ এবং মিনিস্কার্ট পড়ে উশেইয়াগের দুর্গের মধ্য দিয়ে ফাকা রাস্তায় হেঁটে চলা সৌদি যুবতীর এক ভিডিও ঝড় তুলল সৌদি আরবে। মাত্র ছয় সেকেন্ডের ওই ভিডিওটি স্ন্যাপচ্যাটে শেয়ার করেছিলেন ওই যুবতী।

জানা গিয়েছে, ওই যুবতী একজন মডেল। ভিডিওটিতে দেখা গিয়েছে, এক যুবতী ছোটো পোষাকে ঐতিহ্যশালী উশেইয়াগের দুর্গের ভেতর হাঁটছেন। ভিডিওটি শেয়ার করার পরপরই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গে ওঠে সমালোচনার ঝড়।

সেদেশের নিয়মানুযায়ী, প্রকাশ্যে মহিলাদের আবায়া নামে লম্বা আলখাল্লা জাতীয় পোশাক পড়তে হয়। এই নিয়মের বিরুদ্ধাচারণ করলে শাস্তি হিসেবে প্রকাশ্যে বেত্রাঘাত অথবা জেল হয়। সেই নিয়মের দাবি তুলে ওই যুবতীকে দ্রুত গ্রেফতার অথবা বেত্রাঘাতের দাবি তুলেছে রক্ষণশীল গোষ্ঠী।

উশেইয়াগের প্রশাসনের আধিকারিকরা গভর্নর ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। ওই যুবতীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uxMjzI

July 19, 2017 at 01:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top