শিলিগুড়ি, ২৯ জুলাইঃ মাঝে কয়েকদিন চুপচাপ থাকার পর এবার শিলিগুড়ি সংলগ্ন সুকনায় তাণ্ডব শুরু করল মোর্চা। শনিবার মিছিল করাকে কেন্দ্র করে তারা কার্যত পুলিশের উপর হামলা চালায়। ঘটনার সূত্রপাত সকাল এগারোটা নাগাদ মোর্চার মিছিল সুকনা থেকে দার্জিলিং মোড়ের দিকে এগোতে শুরু করায়। পুলিশ মিছিল আটকে দেয় মেট্রোপলিটন এলাকায় ঢোকার মুখে। তখনই মারমুখী হয়ে ওঠে মোর্চা সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট ছোঁড়া। পুলিশের জলকামানের গাড়ি বজ্র ভাঙচুর করা হয়। তাছাড়াও পুলিশের অন্তত চারটি গাড়ি ভেঙেছে মোর্চা সমর্থকরা। পুলিশের গাড়ি ছাড়াও অসংখ্য যাত্রীবাহী গাড়ি ভাঙা হয়েছে। বেলা দেড়টা পর্যন্তও সুকনা মোড়ের সামনে টায়ার জ্বালিয়ে গোর্খাল্যান্ডের সমর্থনে স্লোগান দিতে থাকে মোর্চা সমর্থকরা।
পুলিশ জানিয়েছে, মোর্চা সমর্থকদের হামলা রুখতে টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়েছে। রাবার বুলেট ছোঁড়া হয়েছে। বিভূতি রায় নামে পুলিশের এক কনস্টেবল মোর্চা সমর্থকদের ঢিলের আঘাতে জখম হয়েছেন। মোর্চার পালটা দাবি পুলিশের গুলিতে তা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uL5a84
July 29, 2017 at 02:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন