জামিন পেলেন আরাফাত সানি।

সুরমা টাইমস ডেস্ক:

যৌতুকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করার একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আরাফাত রহমান সানি।

সোমবার (১৭ জুলাই) ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালত থেকে জামিন নেন আরাফাত সানি। এরআগে, রোববার একই আদালত এ মামলায় অভিযোগ গঠনের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

যৌতুক নিরোধ আইনে তার স্ত্রী বলে দাবি করা এক তরুণী গত ২০ জানুয়ারি এ মামলা করেন।

উল্লেখ্য, ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন ওই তরুণী। গত ১৯ জানুয়ারি সানিকে ঢাকার আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই তরুণী নিজেকে আরাফাত সানির স্ত্রী দাবি করে ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে যৌতুক নিরোধ আইনে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন। সর্বশেষ নারী ও শিশু নির্যাতন দমন আইনে সানি ও তার মায়ের বিরুদ্ধে মামলা হয়। পরে সব কটি মামলাতেই তিনি জামিন পান।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uBba6b

July 17, 2017 at 10:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top