ওয়াশিংটন, ০১ জুলাই- ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়ন লিগের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করার কথা ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুক। এজন্য চ্যাম্পিয়ন লিগের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারকারী ফক্স স্পোর্টস চ্যানেলের সঙ্গে এক চুক্তিও করেছে। তবে পরবর্তী সিজনের জন্য শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারিরাই এ সুবিধা পাবে। ফক্স স্পোর্টসের সাথে ফেসবুকের এ অংশীদারিত্বের মাধ্যমে প্রতিদিনের দুটি গ্রুপ ম্যাচ, ১৬টি খেলার চারটি রাউন্ড এবং চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখানো হবে। ফক্স স্পোর্টসের মাধ্যমে উত্পাদিত ছবি ও কনটেন্ট ফেসবুক সরাসরি সম্প্রচারে হোস্ট হিসেবে কাজ করবে। ফক্স স্পোর্টসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, তাদের চ্যানেলের কনটেন্ট শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরা সরাসরি ব্যবহার করতে পারবেন। ফেসবুক এরই মধ্যে উত্তর আমেরিকার ফুটবল লিগ মেজর লীগ সকারের সঙ্গে অংশীদারিত্বের চুক্তি করেছে, যার মাধ্যমে ২০১৭ সালে প্রায় ২০টি ম্যাচ সম্প্রচার করবে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি শেষ মৌসুমে ৪০টি খেলার জন্য লিগা এমএক্স এবং মেক্সিকান চ্যাম্পিয়নশিপের সঙ্গেও চুক্তি করেছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2scsYiV
July 01, 2017 at 11:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top