আল-আকসা মসজিদে জুমার নামাজ বাতিল করলো ইসরাইল

Captureইউরোপ ::

গোলাগুলির ঘটনার পর নিরাপত্তার অজুহাতে ইসরাইলি কর্তৃপক্ষ শুক্রবার আল-আকসা মসজিদে প্রায় ৫০ বছর পর প্রথমবারের মতো জুমার নামাজ বাতিল করলো। এছাড়া ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদ চত্বরে গুলি করে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

আল-আকসা মসজিদের সীমানায় ইসরাইলি পুলিশের সাথে বন্দুকধারীদের গোলাগুলির ঘটনা ঘটে এই অভিযোগে জুমার নামাজ বাতিলসহ আশেপাশে এলাকা বদ্ধ করে দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। ইসরাইলি পুলিশ দাবি করেছে যে, তাদের গুলিতে নিহত তিন ফিলিস্তিনি আল-আকসা মসজিদের সীমানায় তাদের উপর হামলা করেছিল এবং তাদের দুইজন সহকর্মীকে আহত করেছে।

জেরুজালেম পুলিশের জেলা কমান্ডার বলেন, ‘১৪ জুলাই শুক্রবার জুমার নামাজ আল আকসা মসজিদে অনুষ্ঠিত হবে না।’

ইসরাইলি পুলিশ নিরাপত্তা জোরদারের অজুহাতে শত শত সেনা মোতায়েন করছে এবং জেরুজালেমের পুরানো শহরের প্রবেশদ্বারগুলোও বন্ধ করে দিচ্ছে।

১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুসালেম দখল করে নেয়।

১৯৬৯ সালের আগস্টে মাইকেল রোহান নামক অস্ট্রেলিয়ার এক নাগরিক মসজিদে আগুন ধরিয়ে দেয়। ফলে প্রথমবারের মতো মুসলিমরা আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে ব্যর্থ হয়।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2vkz2ak

July 14, 2017 at 06:35PM
14 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top