ঢাকা, ৩০ জুলাই- পৃথিবীর একেকজন একেক জিনিসে মজা পান। আর যেটাতে যিনি মজা পান, তিনি তা নিয়েই মত্ত থাকেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মজা পান ক্রিকেট খেলে। তাই তিনি খেলে যাচ্ছেন। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বাংলাদেশি এ অলরাউন্ডার বলেন, প্রতিটি টুর্নামেন্টেই নতুন অভিজ্ঞতা, মজা আর রোমাঞ্চ থাকে। প্রায় ১১ বছর ধরে ক্রিকেট খেলছি। যেখানেই খেলি, মজা লাগে। তাইতো খেলে যাচ্ছি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে(সিপিএল) খেলতে যাবার বিষয়ে তিনি বলেন, অন্য টুর্নামেন্টের চেয়ে এটার পরিবেশ অন্য রকম। সিরিয়াসনেসটা মাঠেই বেশি থাকে। মাঠের বাইরে তেমন কিছু নেই। সবাই নির্ভার থাকতে পছন্দ করে। এ বিষয়ে তিনি আরো বলেন, ওখানকার উইকেটও একটু সহজ। স্পিনারদের জন্য উইকেটে কিছু থাকে। জায়গাগুলোও খুব সুন্দর। সেদিক থেকে বলতে গেলে অনেক বেশি উপভোগ করি। দ্রুতই সাকিব সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হবেন। তবে ভিসা এখনো না পাওয়ায় যাবার সময় নিশ্চিত হয়নি। এবারের আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন তিনি। প্রথমবারের মতো সিপিএল খেলতে গেছেন মেহেদী হাসান মিরাজ। এআর/১৮:৩৫/৩০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vUSlIF
July 31, 2017 at 12:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top