মো. আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে দিনে-দুপুরে নারীর মাথায় দারালো অস্ত্র ঠেকিয়ে ৭০হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিশ্বনাথ-রামপাশা সড়কের বিশ্বনাথেরগাঁও নামক স্থানে এঘটনা ঘটে। ছিনতাই শিকার নারী হলেন-উপজেলার বিলপাড় গ্রামের সৌদি প্রবাসী কচির আলীর স্ত্রী মেহেরুন নেছা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ছিনতাইকারীদের গ্রেফতার অভিযানে নামে। তবে সন্ধ্যায় লেখা পর্যন্ত পুলিশ এঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
জানা গেছে, উপজেলার বিলপাড় গ্রামের কচির আলীর স্ত্রী তার ছেলেকে সঙ্গে নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের ইসলামী ব্যাংক থেকে ৭০ হাজার টাকা তুলেন। টাকা তুলে তিনি অটোরিকশা (সিএনজি) যোগে বাড়িতে যাওয়ার জন্য বের হন। এসময় বিশ্বনাথ-রামপাশা সড়কের বিশ্বনাথেরগাঁও নামক স্থানে আসামাত্রই মোটরসাইকেল যোগে দুই ছিনতাইকারী তাদের পথ গতিরোধ করে ধারালো অস্ত্রে ভয় দেখিয়ে নারীর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় তার আত্বচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে এঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ হন্য হয়ে খুজছে বলে জানাগেছে।
লাল পাল্সার মোটরসাইকেল যোগে দুইজন ছিনতাইকারি টাকার ব্যাগ নিয়ে উপজেলা সদরের দিকে চলে যাওয়ার সময় বাসিয়া সেতুর উত্তরমুখে পড়ে গেলে লোকজনকে দা দিয়ে ভয় দেখিয়ে রশিদপুরের দিকে চলে যায় বলে অনেকেই জানিয়েছেন। এসময় চালকের মাথায় হেলমেট ও পেছনের ছিনতাইকারির হাতে দা ছিল বলে প্রত্যাক্ষদর্শিরা জানান।
এ ব্যাপারে মেরজান বেগম বলেন, ব্যাংক থেকে ৭০হাজার টাকা তুলে সিএনজি যোগে বাড়িতে যাওয়ার পথে দুই ছিনতাইকারী দারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি।
থানার ওসি সামছুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিক বলেন, ঘটনার পর একদল পুলিশ নিয়ে ছিনতাইকারিদের গ্রেফতার করতে অভিযানে বের হন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2u4l5fO
July 28, 2017 at 12:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন