মুম্বাই, ২৮ জুলাই-জীবনের এক গোপন সত্যির কথা প্রকাশ্যে নিয়ে এলেন অক্ষয় কুমার। ছেলেবেলায় শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন তিনি। এতদিন পরে স্বীকার করলেন সে কথা। মুম্বই মিররের খবর অনুযায়ী, সম্প্রতি মহিলাদের সুরক্ষা বিষয়ক আলোচনার একটি সেমিনারে অংশ নিয়েছিলেন অক্ষয়। সেখানে মহিলা ও শিশুদের শারীরিক হেনস্থার বিষয়ে আলোচনা চলছিল। তাঁদের বলা হয়েছিল, এমন কোনও ঘটনা ঘটলে লজ্জা পেয়ে চুপ করে না থেকে পরিবারকে জানাতে। যাতে পরিবারের অন্যান্য সদস্যরা তাঁদের সুরক্ষার জন্য পদক্ষেপ নিতে পারেন। সেখানেই অক্ষয় শেয়ার করেন তাঁর জীবনের অন্যতম গোপন কথা। ওই সেমিনারে অক্ষয় বলেছেন, আমার তখন মাত্র ছবছর বয়স। আমি প্রতিবেশীর ফ্ল্যাটে যাচ্ছিলাম। লিফটম্যান খারাপ ভাবে আমার গায়ে হাত দিয়েছিলেন। আমি বাবাকে পুরো ঘটনাটা বলেছিলাম। বাবা পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। তখন জানা যায়, ওই লিফটম্যান আগেও এ ধরনের কাজ করেছিলেন। ওকে গ্রেফতার করে পুলিশ। অক্ষয় জানিয়েছেন, ছোটবেলায় তিনি বেশ লাজুক ছিলেন। কিন্তু ওই শারীরিক হেনস্থার কথা বাবাকে সাহস করে বলেছিলেন বলেই তিনি সুরক্ষার ব্যবস্থা করতে পেরেছিলেন। মহিলা ও শিশুদের সঙ্গে নিজের জীবনের ঘটনা শেয়ার করে অক্ষয় বার্তা দেন, ভয় পেয়ে, লজ্জা পেয়ে চুপ করে থেকে কোনও লাভ নেই। বরং হেনস্থার কথা জানালে হেনস্থাকারীকে শাস্তি দেওয়া সম্ভব।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tP4Hog
July 28, 2017 at 09:04PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন