ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি, ২০ জুলাইঃ ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ। প্রণব মুকোপাধ্যায়ের উত্তরাধিকারী হিসেবে দায়িত্ব নেবেন বিহারের প্রাক্তণ রাজ্যপাল।

বিরোধী দলের পদপ্রার্থী তথা লোকসভার প্রাক্তণ অধ্যক্ষ মীরা কুমারকে পেছনে ফেলে শেষ হাসিটা হাসলেন এনডিএ প্রার্থী।

গত ১৭ জুলাই ছিল রাষ্ট্রপতি নির্বাচন। মোট বৈধ ভোট সংখ্যা ছিল ৪,৮৮০টি। যার মধ্যে ৪,১০৯ টি ভোট এমএলএ এবং ৭৭১ টি ভোট সংসদের নির্বাচিত সদস্যদের। ৯৯.৪৯ শতাংশ তাদের ভোট দিয়েছেন।

আজ সকাল ১১টা নাগাদ শুরু হয়েছে ভোটগণনা। কোবিন্দের ঝুলিতে ৬৫ শতাংশের বেশি ভোট পড়ে। যেখানে মীরা কুমারের পক্ষে ভোট পড়েছিল ৩৫ শতাংশ।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gMQjXd

July 20, 2017 at 05:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top