ঢাকা, ০২ জুলাই- ঈদের ছুটিতে বৃহস্পতিবার চীন সফরে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে আছেন স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির ও একমাত্র মেয়ে আলাইনা। সাকিব-শিশিরের বেইজিং সফর যে ভালো কাটছে সেটা দারুণ বোঝা যাচ্ছে। বিমানবন্দরে সাকিবের মেয়ে আলাইনা চায়নিজ শিশুদের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে। শুক্রবার সাকিব ও বাংলাদেশ থেকে যাওয়া অতিথিরা গিয়েছিল বিশ্বখ্যাত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রাঙ্গণে। সাকিব হুয়াওয়ের একজন ব্রান্ড অ্যাম্বাসেডর। সাকিব যে হুয়াওয়ের কর্মকাণ্ডে মুগ্ধ সেটিও ফেসবুকে ভক্তদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন। শনিবার সাকিব,শিশির ও আলাইনা ঘুরে দেখেন পৃথিবীর সপ্তমাশ্চর্যের একটি চীনের মহাপ্রাচীরে। চীনের মহাপ্রাচীরের বিশালতায় যে তারা মুগ্ধ সেটিও ফেসবুকের মধ্যদিয়ে ভক্তদের জানিয়ে দিয়েছেন শিশির।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t5B6Vp
July 03, 2017 at 12:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top