সুরমা টাইমস ডেস্ক :; সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আজম খান বলেছেন, বাংলাদেশের সমাজে এখন মাদক বিচরণ করছে। সমাজের সচেতন মানুষ এর সচেতনতায় এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে তাই তাদের এই সুন্দর কাজ আরও বেগবান করতে হবে। সকল স্কুল, কলেজ মাদ্রাসা এবং শিক্ষাবিদের পরিবার সকল সময় তাদের সন্তান কি করছে এদিকে নজর রাখতে হবে। শুধু পুলিশ কিংবা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে সমাজ থেকে মাদক দূর করা যাবে না। এর জন্য প্রয়োজন গণসচেতনতা। সচেতনতাই পারে একমাত্র মাদক থেকে সমাজ ও জাতিকে রক্ষা করতে।
সিলেট জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৭ পালন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাদকবিরোধী র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট প্রশাসক (ভারপ্রাপ্ত) দেবজিত সিনহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আজম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপি পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) এস.এম রুকন উদ্দিন, সিলেট রেঞ্জের পুলিশ সুপার নুরুল ইসলাম, পুলিশ সুপার একেএম আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী।
সভায় আন্তর্জাতিক দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিস্ট সাংবাদিক ও কলামিস্ট আফতার চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সদস্য মো. জামিল চৌধুরী, মো. জাহাঙ্গীর হোসেন চৌধুরী প্রমুখ।
উক্ত র্যালীতে বিভিন্ন সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন ফেলোশীপ ওয়েলফেয়ার সোসাইটি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uZaU0i
July 26, 2017 at 09:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন