রায়গঞ্জ শহরে প্রকাশ্যে চলল গুলি!

রায়গঞ্জ, ৪ জুলাইঃ শহরে প্রকাশ্যে দুষ্কৃতী হামলা। গুলি করে খুন করা হল এক ব্যক্তিকে। মঙ্গলবার সন্ধ্যে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের অশোক পল্লী এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম টিঙ্কুয়া ঠাকুর (৩৬)। বাড়ি রায়গঞ্জ থানার নেতাজী পল্লী এলাকায়।

সূত্রের খবর, এদিন সন্ধ্যায় ওই ব্যক্তি বাইকে তাঁর বন্ধুকে নিয়ে এফসিআই মোড় থেকে রামপুর লহন্ডা যাচ্ছিলেন। সেই সময় বাইকে কিছু অজ্ঞাত পরিচয় যুবক এসে ওই ব্যক্তিকে অশোক পল্লী এলাকায় একটি ক্লাবের সামনে থামিয়ে দেয়। তা দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে স্থানীয় ক্লাবে খবর দেন তাঁর বন্ধু স্বরাজ সাহা। ততক্ষণে অজ্ঞাত পরিচয় যুবকরা ওই ব্যক্তিকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং ডিএসপি সদর প্রসাদ প্রধান ও পুলিশ সুপার অমিত কুমার ভরতরাঠর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠর জানান, একটি খুনের ঘটনা ঘটেছে। সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tmqjEY

July 04, 2017 at 10:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top