নিজস্ব প্রতিবেদক ● পাবলিক পরীক্ষায় প্রথমবারের মতো অংশ নিয়ে ব্যাপক সাফল্য দেখিয়েছে কুমিল্লা মডেল কলেজ। প্রথম বছরই শতভাগ পাসের রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি।
গত ২৩ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ উভয় কমেছে। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬৮ দশমিক ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন।
এর মধ্যে, কুমিল্লা শিক্ষা বোর্ডের পাশের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ।
জানা গেছে, এবার কুমিল্লা মডেল কলেজ প্রথমবারের মতো পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে রেকর্ড করেছে। প্রতিষ্ঠানটিতে শতভাগ পাস করেছে। প্রতিষ্ঠানটির মোট ৭৬ জন পরীক্ষার্থী ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৪ ছেলে ও ২২ মেয়ে।
কুমিল্লা মডেল কলেজ ঢাকা গ্রুপের একটি প্রতিষ্ঠান। এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা ও ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ জানান, একটি স্বপ্ন নিয়ে আমি এই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেছি। প্রতিষ্ঠানটির প্রথমবারের সাফল্যে আমি আনন্দিত।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানের ২০% মেধাবী ছাত্র-ছাত্রীর জন্য বিশেষ সুবিধা রয়েছে। এই প্রতিষ্ঠান নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। আগামী দিনে সবার সহযোগিতা নিয়ে আমি আমার এই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।
The post প্রথমবারেই চমক দেখাল কুমিল্লা মডেল কলেজ appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2uyaPyg
July 26, 2017 at 12:14AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন