ঢাকা, ২৭ জুলাই- বাংলা চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী শাবানাকে নিয়ে আলোচনার শেষ নেই। দীর্ঘদিন নিজেকে একরকম আড়াল করে রেখে আবারও চলচ্চিত্র পাড়ায় সরব হয়েছেন তিনি। এখন প্রায় তিনি খবরের শিরোনাম হচ্ছেন। ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আজীবন সম্মাননা নিয়ে আবারো আলোচনায় আসেন এই অভিনেত্রী। অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে শাবানার দুচোখ কান্নায় ভিজে ওঠে। তার কান্নাও খবরের শিরোনাম হয়। কিন্তু প্রিয় পাঠক জানেন কী এই শাবানাই এক সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন। ভাবতে অবাক লাগলেও ঘটনাটা সত্য। ১৯৭৭ সালে জননী ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য শাবানাকে নির্বাচন করা হলেও তিনি সে পুরস্কার গ্রহণ করেননি। পুরস্কার প্রত্যাক্ষাণ করে সে সময় বেশ আলোচিত হয়েছিল এই নায়িকা। শুধু তাই নয় ১৯৭৭ সালে শাবানার মাধ্যমেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ না করার প্রচলন শুরু হয়েছিল বাংলাদেশে। ১৯৮২ সালে বড়ো ভালো লোক ছিল ছবির জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পেলেও তা গ্রহণ করেননি সৈয়দ শামসুল হক। সুবর্ণা মুস্তাফা ১৯৮৩ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য পুরস্কার পেয়েও তা নেননি। নতুন বউ ছবিতে অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছিল। ১৯৯০ সালে গোলাম মুস্তফাকে ছুটির ফাঁদে ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য পুরস্কার দেওয়া হলেও তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। বলে রাখা ভালো, দীর্ঘ অভিনয় জীবনে অভিনয়ের জন্য ৯ বার ও প্রযোজক হিসেবে ১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শাবানা। এমএ/ ০৬:০০/ ২৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uAST7L
July 28, 2017 at 12:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top