নয়া দিল্লী, ০৪ জুলাই- আকৃতি কক্কর দিল্লিতে বড় হয়েছেন। পাঞ্জাবি মধ্যবিত্ত পরিবারে। একাদশ শ্রেণী থেকেই দিল্লিতে লাইভ কনসার্ট করা শুরু করেন। এরপর পেছনে তাকাতে হয়নি লাস্যময়ী এই গায়িকাকে। তবে দৈহিক সৌন্দর্যের সঙ্গে সুরে গান গাওয়ার কোনো সম্পর্ক নেই বলে মনে করেন কক্কর। আনন্দবাজারর পত্রিকার আনন্দ প্লাস-কে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন তিনি। কক্কর বলেন, আজ যদি হৃতিক রোশনকে মঞ্চে গান গাইতে বলা হয়, শুনবে লোকে? ও তো এত ভালো দেখতে! আজকের দর্শক কিন্তু বোকা নন। তাদের চাহিদা অনুযায়ী গান না গাইলে মঞ্চ থেকে সোজা নামিয়ে দেবেন। একটা সেক্সি পোশাক পরে মঞ্চে উঠলাম, অথচ গান গাইতে পারলাম না। লাভ কী! জানেন কত লোকে বলে- মোটা হয়ে যাচ্ছ, রোগা হও। কেন হব বলুন তো? আমি খেতে ভীষণ ভালবাসি যোগ করেন এই লাস্যময়ী গায়িকা। মঞ্চ ফিট থাকতে খাওয়া-দাওয়ায় ছাড় নয় জানিয়ে কক্কর বলেন, আর খাবও! খেয়েই সিম্পল একটা কুর্তা পরেও যদি সুর লাগাতে পারি, দর্শককে ছুঁয়ে যাবে সেটা। গানের দুনিয়া বদলে গেছে। বিয়ের জন্য ক্যারিয়ারে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমার স্বামী চিরাগ অরোরা পরিচালক। তাই সুবিধাই হয়েছে। সময় পেলে আমার কনসার্টেও আসে। আর আমার পুরুষ ফ্যান ফলোয়িং নিয়েও ওর কোনো সমস্যা নেই (হাসি)। আর/০৭:১৪/০৪ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ujJAH2
July 04, 2017 at 02:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top