চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ চৌধুরী পাড়া এলাকা থেকে ৫ লাখ ৯০ হাজার ভারতীয় জাল রুপীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জ চৌধুরী পাড়া গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫৫) ও রংপুরের কোতোয়ালী থানার সেন্ট্রাল রোডের লোকমান মিয়ার ছেলে মেহেদী হাসান (৪২)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার চৌধুরী পাড়ায় রোববার দিবাগত রাত সাড়ে বারোটায় সালামের বাড়িতে অভিযান চালিয়ে সালামসহ মেহেদীকে আটক করা হয়। এসময় ওই বাড়ি থেকে ৫ লাখ ৯০ হাজার ভারতীয় জাল রুপী জাল রুপী বানানোর কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, চারটি ফ্রেম, একটি ড্রায়ার মেশিন ও সাদা কাগজসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তিনি জানান, মেহেদী হাসান চৌধুরী পাড়ায় সালামের বাড়ি ভাড়া নিয়ে দির্ঘ দিন থেকে জাল টাকা তৈরী করে আসছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৭-১৭
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার চৌধুরী পাড়ায় রোববার দিবাগত রাত সাড়ে বারোটায় সালামের বাড়িতে অভিযান চালিয়ে সালামসহ মেহেদীকে আটক করা হয়। এসময় ওই বাড়ি থেকে ৫ লাখ ৯০ হাজার ভারতীয় জাল রুপী জাল রুপী বানানোর কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, চারটি ফ্রেম, একটি ড্রায়ার মেশিন ও সাদা কাগজসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তিনি জানান, মেহেদী হাসান চৌধুরী পাড়ায় সালামের বাড়ি ভাড়া নিয়ে দির্ঘ দিন থেকে জাল টাকা তৈরী করে আসছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৭-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2eHbDgt
July 24, 2017 at 04:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন