৭ দফা পূরনের দাবিতে বে-সরকারী শিক্ষক-কর্মচারীদের কালোব্যাচ ধারণ

৭ দফা দাবি পূরনের দাবিতে  চাঁপাইনবাবগঞ্জ জেলায় বে-সরকারি শিক্ষক-কর্মচারীরা বৃহস্পতিবার কালো ব্যাচ ধারণ  কর্মসূচি পালিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা বে-সরকারী শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে নিজ নিজ স্কুল ও কলেজে এ কালোব্যাচ ধারণ কর্মসূচি পালিত হয়। সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এ কালো ব্যাচ ধারনের উদ্বোধন করেন।  একই সময় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে বে-সরকারী শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক আসলাম কবীর, নবাবগঞ্জ সিটি কলেজ, নামোশংকরবাটী ডিগ্রি কলেজ, শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, আলহাজ্ব আবদুস সামাদ ডিগ্রি কলেজ, বালুগ্রাম আদর্শ কলেজ, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ, রানীহাটী কলেজ, দেবীনগর দিয়াড় কলেজ, নাচোল মহিলা কলেজ, শিবগঞ্জ ডিগ্রি কলেজ, শিবগঞ্জ মহিলা কলেজ, কানসাট সোলাইমান ডিগ্রি কলেজ, বিনোদপুর ডিগ্রি কলেজ, আলাবক্্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ, ক্যাপ্টেন জাহাঙ্গীর কলেজ, সোনামসজিদ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, রাজবাড়ী কলেজ.শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, নাচোল জামবাড়িয়া কলেজ, আমনুরা বুলন্দ শাহ কলেজ, গোমস্তাপুর সোলাইমান মিয়া ডিগ্রি কলেজ,  শাহবাজপুর ডিগ্রি কলেজ, ভোলাহাট মহিবুল্লাহ কলেজ নয়াগোলা উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়,  রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়, হাসিনা গালস্্ স্কুল,হরিপুর উচ্চ বিদ্যালয়সহ জেলার সকল মাধ্যমিক স্কুল ও কলেজে এ কালো ব্যাচ ধারণ করা হয়।   আগামী ২৭ জুলাই শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে প্রতিকী অনশনের কর্মসূচি পালন করা হবে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম।
অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট এর নামে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বাতিল, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বর্তমান স্কেলে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান সহ সর্বোপরি শিক্ষা জাতীয়করণের দাবিতে এ কর্মসূচী পালন করা হচ্ছে।

চাঁপাইনববাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৭-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2tiFMFg

July 20, 2017 at 05:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top