নয়াদিল্লী, ২৬ জুলাই- রাজধানীতে পৌঁছেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নব নির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সোমবার রাতে দিল্লি পৌঁছান তিনি৷ এদিন সেই অনুষ্ঠানের শেষে রাজনাথের দিল্লির বাসভবনে বৈঠক হয়৷ দার্জিলিং ইস্যু সহ রাজ্যের বন্যা পরিস্থিতির মতো একাধিক বিষয়ে নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে৷আলাদা রাজ্যের দাবিতে মোর্চার আন্দোলনকে সমর্থন করা হবে না বলে সাফ বার্তা রাজনাথের৷ এইমুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় দুশ্চিন্তা হল পাহাড় সমস্যা৷ এক মাসের ও বেশি সময় পেরিয়ে গিয়েছে৷ অথচ আলাদা রাজ্যের দাবিতে গোর্খারা যে আন্দোলন করছে তা এখনও একই রকম৷ এই পরিস্থিতে দাঁড়িয়ে বাড়তি নিরাপত্তা নিয়ে কেন্দ্রের সঙ্গে প্রায়ই সংঘাতে জড়িয়ে পরছে রাজ্য৷ এমনটা যেন আগামী দিনে না হয় সেই কথাই স্বরাষ্ট্রমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বলে সূত্রের খবর৷ এছাড়াও পাহাড়ে হিংসার পেছনে সিকিমের উস্কানি রয়েছে৷ এই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে খুব একটা ভালো চোখে দেখছে না তা আগেই কেন্দ্রকে চিঠি দিয়ে জানানো হয়৷এছাড়াও নেপালের মাওবাদীরা পাহাড়ে মোর্চাদের প্রশাসনের বিরদ্ধে জঙ্গি আন্দোলনের কৌশল শেখাচ্ছে, সেকথাও এদিনের বৈঠকে মমতা তুলে ধরেন বলে জানা যায়৷ সূত্রের খবর পাহাড়ে মোর্চা যে দাবিতে আন্দোলন করছে তা কেন্দ্র কখনোই সমর্থন করে না বলে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী৷ এদিকে আরও জানা গিয়েছে, রাজ্যের সম্প্রতি একাধিক সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক৷ এই বিষয়ে প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলাচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আস্বস্ত করেছেন বলেও জানা গিয়েছে৷ রাজ্যের যেকোনও হিংসা মোকাবিলায় কেন্দ্রের সহযোগিতা সবসময় আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনাথ জানিয়েছেন বলে জানা গিয়েছে৷ একই সঙ্গে প্রযোজন মতো বাহিনী কেন্দ্রের কাছে রাজ্য সংবিধান মাফিক চাইলে নরেন্দ্র মোদীর সরকার তা দিতে কখনোই অস্বীকার করবে না বলেও মমতাকে জানিয়েছেন রাজনাথ৷ হিংসার ঘটনা ছাড়াও রাজ্যের বন্যা মোকাবিলা নিয়ে এদিন কথা হয় রাজনাথ সিং ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে৷ ডিভিসি রাজ্যকে না জানিয়ে জল ছাড়লে কি কি সমস্যা দেখা দিতে পারে সেই সকল কথা রাজনাথকে জানিয়েছেন মমতা৷
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v72THm
July 26, 2017 at 07:45PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন