শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ

‘মাছ চাষে গড়বো দেশ’ ‘বদলে দেব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, নাচোলে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ। সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা সামছুল আলম শাহ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হোদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, জেলা মৎস্য দপ্তরের প্রধান সহকারী মোজাম্মেল হক।
শিবগঞ্জ
এদিকে শিবগঞ্জে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মৎস্য অফিস আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়েমা খাতুনসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, মৎস্যজীবি সমিতির সদস্যবৃন্দ, মাছচাষীগণ উপস্থিত ছিলেন।
নাচোল 

এদিকে আমাদের নাচোল প্রতিবেদক জনান,
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র‌্যালি ,পোনা অবমুক্তকরন ও আলোচনাসভা এবং পুরস্কার বিতরনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শেষ হয়েছে। সোমবার সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিবর রহমান ,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নিসহ প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৭-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2uQE6WS

July 24, 2017 at 12:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top