নিজস্ব প্রতিবেদক: সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে প্রতিহিংসার জের ধরে ছাত্রলীগের অনুসারীরা এমসি কলেজ ছাত্রাবাস ফের ভাংচুর করেছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১ টার দিকে রঞ্জিত সমর্থিত গ্রুপের টিটু চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা এ ভাংচুরের চালায় বলে জানান ছাত্রবাসের শিক্ষার্থীরা।
এ ঘটনার পরপর কলেজ কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সকল ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেয়।
কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ জানান, উদ্ধুদ্ধ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
এ ঘটনায় দোষীদের খুঁজে বের করতে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল কুদ্দুসকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান তিনি।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিপুল সংখ্যক পুলিশ ছাত্রাবাসে মোতায়েন করা হয়েছে।
খবর পেয়ে এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, বুধবার (১২ জুলাই) রাত ১০টায় সঞ্জয় গ্রুপের অনুসারীরা ছাত্রাবাসে অস্ত্রের মহড়া দেয় এবং এর কিছু আগে টিলাগড় পয়েন্টে ছাত্রলীগ দুই গ্রুপের মারামারির ঘটনাও ঘটে। এতে আহত ছাত্রলীগ কর্মী রাহাত ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে এমসি কলেজ ছাত্রাবাসে ভাংচুর চালায় রঞ্জিত সমর্থিত গ্রুপের ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা।
ছাত্রাবাসের প্রথম ব্লকের ২টি কক্ষের দরজা-জানালা, ২য় ব্লকের একটি দরজা ও জানালা, শ্রীকান্ত ব্লকের ৬টি দরজা ও জানালা, ৫ম ব্লকের ১৪টি দরজা ও জানালা এবং ৪র্থ ব্লকের ১৬টি দরজা ও জানালা ভাংচুর করে তারা।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uVWknR
July 13, 2017 at 10:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন