রায়গঞ্জ, ২২ জুলাইঃ যৌন নির্যাতনের ঘটনায় রায়গঞ্জে আজ জেলা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের মন্ত্রী ও বিধায়কেরা। রায়গঞ্জের কর্ণজোড়ায় সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তারা। সেখানে হাজির ছিলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। তাদের সঙ্গেও কথা বলেন মন্ত্রীরা।
এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী জেমস কুজুর, অনাগ্ৰসর শ্রেণী কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো এবং নয়া গ্ৰাম তথা ঝাড়গ্ৰামের বিধায়ক দুলাল মূর্মু।
বৈঠক শেষে মন্ত্রী জেমস কুজুর বলেন, ‘প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে। অভিযুক্তরা যাতে অবিলম্বে শাস্তি পায় সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। দুই মহিলাকে সরকারি চাকরির ব্যবস্থা করবে রাজ্য সরকার। পাশাপাশি সরকারের পক্ষ থেকে দুই নাবালিকার সমস্ত খরচ বহন করা হবে।’
১৪ জুলাই যৌন নির্যাতনের প্রতিবাদে আদিবাসীদের মিছিলকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রায়গঞ্জ শহর। ঘটনায় ৭ জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনায় যুক্ত বাকিদের অবিলম্বে গ্রেফতারের করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী জেমস কুজুর। পাশাপাশি এদিনের সমস্ত রিপোর্ট সোমবার মুখ্যমন্ত্রীর কাছে পেস করা হবে বলেও জানিয়েছেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vvukYo
July 22, 2017 at 09:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন