গত ৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল কুমিল্লায়

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলায় পাসের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ। যা গত পাঁচ বছরের তুলনায় অনেক কমেছে।

গতবার অর্থাৎ ২০১৬ সালে পাসের হার ছিল ৬৪ দশমিক ৪৯ শতাংশ। রোববার দুপুর ১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছর পাসের হারের দিক থেকে ছেলেরা কিছুটা এগিয়ে। ছেলেদের পাসের হার ৪৯ দশমিক ৫৬ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৪৯ দশমিক ৪৮।

বিগত বছরগুলোর তুলনায় অনেক কমেছে হার। ২০১৬ সালে ছিল ৬৪ দশমিক ৪৯, ২০১৫ সালে ছিল ৫৯ দশমিক ৮০ শতাংশ, ২০১৪ সালে ছিল ৭০ দশমিক ১৪ শতাংশ এবং ২০১৩ সালে ছিল ৬১ দশমিক ২৯ শতাংশ।

উল্লেখ্য, এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন এক লাখ এক হাজার ৬৩৯ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন এক লাখ ৩৭২ জন। এর মধ্যে ৪৮ হাজার চারজন ছেলে ও ৫২ হাজার ৩৬৮ জন মেয়ে পরীক্ষায় অংশ নেন। এবার পাস করেছেন ৪৯ হাজার ৭০৪ জন। এর মধ্যে ২৩ হাজার ৭৯২ জন ছেলে ও ২৫ হাজার ৯১২ জন মেয়ে রয়েছেন।

The post গত ৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল কুমিল্লায় appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2tAKpP8

July 23, 2017 at 02:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top