জেলাজুড়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই চক্রের ছয় জন আটক

গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে রোববার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থান থেকে প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক  করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সাকিল (৩০), তার শাশুড়ি একই এলাকার নুরুল আলম বেনজিরের স্ত্রী হালিমা বেগম (৫০), রামচন্দ্রপুর হাটের নিয়ামত মিয়ার ছেলে ওসমান গনি ওরফে সাগর (২৭), লালাপাড়া গ্রামের আনন্দ কর্মকারের ছেলে রাজ কুমার কর্মকার (৪৫) এবং মাদারিপুর জেলার মাওনশি গ্রামের জিন্নাত শেখের ছেলে রেজাউল শেখ (৪০) একই জেলার নয়াকান্দি গ্রামের রামেশ্বর হালদারের ছেলে সঞ্জয় হালদার (৪৫)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত তিনটায় সাকিলের বাড়িতে অভিযান চালিয়ে ৫টি পাসপোর্ট, ২০টি ব্যাগ, একজোড়া স্বর্নের বালা, ৯টি মোবাইল ফোন সেট, একটি হ্যান্ডকাপ ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে রোববার দিনব্যাপি অভিযান চালিয়ে হালিমা, রাজকুমারকে তাদের বাড়ি থেকে, সাগরকে রামচন্দ্রপুর বাজার থেকে এবং রেজাউল ও সঞ্জয়কে চাঁপাইনাবাবগঞ্জ সদর হাসপাতাল এলাকা থেকে আটক করা হয়।
তিনি জানান, সাকিল দির্ঘ দিন যাবৎ তার সঙ্গীদের নিয়ে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল। এরা আন্তঃজেলা ছিনতাইকারি দলের সদস্য।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৭-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2tB2ahm

July 23, 2017 at 06:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top