নয়াদিল্লী, ০৮ জুলাই- চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিহ্বা বের করে সমালোচনার মুখে পড়েছিলেন। ভাইরাল হয়ে যায় সেই ছবি। এতদিন বাদে বিরাট কোহলিকে আরেকবার জিহ্বা বের করতে দেখা গেল। ধোনির জন্মদিনের পার্টিতে। কোহলি প্রথমবার প্রকাশ্যে এভাবে জিহ্বা বের করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকুর রহিম আউট হওয়ার পর। তিনি ইচ্ছে করে সেদিন অমন করেছিলেন বলে ধারণা করা হয়। এবার সেই ধারণায় কিন্তু অন্য যুক্তি যোগ হলো। কেউ চাইলে বলতেই পারেন, এটা তার মুদ্রাদোষ। ব্যাপারটা কিন্তু অন্যরকমও হতে পারে। হতে পারে এবারও কোহলি ইচ্ছা করে অমন করেছেন। আগের উদযাপনকেই তিনি সমর্থন করেছন। দ্বিতীয় যুক্তি ধোপে টিকে যায় কোহলির টুইট দেখে। ধোনির সঙ্গে জিহ্বা বের করা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, উদযাপন থেকে আরেকবার। ভারতীয় ক্রিকেট দলের ফেসবুক পেজ থেকেও জিহ্বার জয়গান গাওয়া হয়েছে। তারা লিখেছে, জন্মদিনের উদযাপন আর কোহলির ছোট জিহ্বা মিস করবেন না।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sAXHXt
July 09, 2017 at 12:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top