মুম্বাই, ২৪ জুলাই- বলিউড অভিনেত্রী সানি লিওন ক্যারিয়ারের প্রথম পর্বে পর্নো ছবিতে অভিনয় করলেও দীর্ঘ পথ পেরিয়ে এখন বলিউডে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। যদিও পর্নো ক্যারিয়ার নিয়ে এখনও কটাক্ষ শুনতে হয় সানিকে। প্রকাশ্যে সেসব প্রশ্নের জবাবও সাবলীল দক্ষতায় দিয়ে থাকেন তিনি। সম্প্রতি দত্তক মেয়েকে নিয়েও যে এ ধরনের সমালোচনা শুনতে হবে, তা বোধহয় কল্পনা করেননি বলিউডের এই নায়িকা। একটি মেয়ে সন্তান দত্তক নিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। দত্তক নেওয়া মেয়ের নাম রেখেছেন নিশা কৌর ওয়েবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর ভক্তদের জানিয়েছিলেন এই দম্পতি। যেখানে বলিউড ইন্ডাস্ট্রির তারকা থেকে শুরু করে বহু সাধারণ অনুরাগীও মা হওয়ায় টুইট করে সানিকে শুভেচ্ছা জানিয়েছিলেন। অভিনন্দন যেমন পেয়েছেন তেমনই মেয়ে দত্তক নিয়ে সমালোচিত হয়েছেন সানি। টুইটারে কেউ টেনে এনেছেন, সানির অতীতের পেশা। কেউ বা এটিকে ভেবে নিয়েছেন প্রচারে থাকার চেষ্টা! এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ছোট্ট শিশুটির ভবিষ্যত ধ্বংস হবে। রাহুল পাণ্ডে সানিকে উদ্দেশ্য করে লিখেছেন, তুমি যাই করো না কেনো ভারতরত্নও পাবে না বা মাদার তেরেসা হবে না। ওমভির যাদব নামে একজন সানিকে পরামর্শ দিয়ে লিখেছেন, মেয়েকে আবার নিজের মতো বানিও না। আর/১৭:১৪/২৪ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tDyyQa
July 25, 2017 at 12:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top