মুম্বাই, ৩১ জুলাই- দীপিকা পাড়ুকোনের পরে এবার বডি শেমিং-এর শিকার হলেন বলিউড অভিনেত্রী কৃতী সানন। সম্প্রতি কৃতী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, অর্জুন কপূর, ইলিয়ানা ডিক্রুজ এবং আথিয়া শেট্টি অভিনীত মুবারকান ছবির হাওয়া হাওয়া গানে একটি গাউন পরে কৃতী নাচছেন। সেই ভিডিওটি দেখেই কৃতীকে আক্রমণ করেছেন কমল আর খান ওরফে কেআরকে। যদিও কেআরকে এর আগেও বহু অভিনেতাকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে আক্রমণ করেছেন। এবার তাঁর নিশানা কৃতী সানন। সম্প্রতি মুক্তি পেয়েছিল কৃতী সানন এবং সুশান্ত সিংহ রাজপুত অভিনীত ছবি রাবতা। ছবিটি বক্স অফিসে মোটেই ভাল চলেনি। সেই প্রসঙ্গ টেনে এনে কৃতীকে আক্রমণ করে কেআরকে টুইট করেন, ইয়ে দেখো কৃতী বেচারি, রাবতা ফ্লপ হোনে কে বাদ, মেন্টালি ডিস্টার্ব হো গয়ে হ্যায়। শুধু কৃতীই নন, এর পরে হেট স্টোরি ছবির অভিনেত্রী ভৈরবী গোস্বামীও কৃতীর উদ্দেশে টুইটারে অপমানজনক মন্তব্য করেন। কেআরকের-ই ওই টুইটটি শেয়ার করে ভৈরবী লেখেন, উনি সত্যিই একজন উন্মাদ মহিলার মতো আচরণ করছেন। উনি অভিনেত্রী হলেন কী ভাবে! শুধু তাই নয়, কৃতীর চেহারার বর্ণনা দিতে গিয়ে তিনি লেখেন, কোনও হেডলাইট নেই, কোনও বাম্পারও নেই! ওঁর থেকে কলেজের ছাত্রীদের দেখতে অনেক ভাল।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eZOS7C
July 31, 2017 at 07:36PM
31 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top