বিয়ানীবাজার সরকারি কলেজের সকল কার্যক্রম স্থগিত !

নিজস্ব প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় খালেদ আহমদ লিটু গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আগামী ২২ জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা করা হয়েছে। এদিকে অভ্যন্তরীন পরীক্ষাও স্থগিত করা হয়েছে স্টাফ কাউন্সিলের এক জরুরী সভায়।

আজ সোমবার বেলা দুইটার দিকে স্টাফ কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নোটিশ বোর্ডের মাধ্যমে কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়।

এদিকে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রলীগের তিন কর্মীকে আটক করা হয়েছে। আটক তিনজনই নিহত খালেদের সঙ্গে ছিলেন।

বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ বলেন, নিহত খালেদ আহমদ এই কলেজের ছাত্র নন। শ্রেণিকক্ষের ভেতরে খুন হওয়ার ঘটনায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুপুরে স্টাফ কাউন্সিলের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২২ জুলাই পর্যন্ত সব ধরনের পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও চলমান ফরম পূরণ কার্যক্রম পরিচালিত হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tiTn3i

July 17, 2017 at 08:23PM
17 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top