ঢাকা, ২৬ জুলাই- প্রয়াত অভিনেতা সালমান শাহ সম্পর্কে এতদিন পর কিছু তথ্য দিলেন বাংলাদেশের জনপ্রিয় সিনিয়র অভিনেতা ওমর সানি। তানভীর তারেকের সঞ্চালনায় একটি গণমাধ্যমের রাতাড্ডা নামক ভিডিও প্রোগ্রামে সালমান শাহ সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন তিনি। ওমর সানি বেশ প্রশংসা করেছেন প্রয়াত অভিনেতা সালমান শাহর। ভিডিওটিতে ওমর সানিকে বলতে শোনা যায়, সালমান তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসতেন, আমি মনে করি এটা তার জন্য একটু কাল হয়েছে। তিনি আরও বলেছেন: সালমান যে মেয়েটিকে বিয়ে করেছিল আমি তাকে একদমই শ্রদ্ধার চোখে দেখব না। কারণ এত কিছুর পরও সালমানের মৃত্যুর পর মেয়েটি বিয়ে করেছে, অন্য জায়গায় সংসারি হয়েছে। আর/১৭:১৪/২৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uAIOGm
July 26, 2017 at 11:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top