সুুরমা টাইমস ডেস্কঃ আইটেম গানে অপ্রতিরোধ্য যেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওন। মাত্র দিয়েছেন বক্সঅফিস মাত করা ছবি ‘রইস’-এর ‘লায়লা’ গান।
হিন্দিতেই এখন তার বিস্তর বিচারণ। তবে এ অভিনেত্রী এবার চুক্তিবদ্ধ হয়েছেন বাংলা ছবিতে। কলকাতার একটি ছবিতে তাকে দেখা যাবে। তিনি এবারও নিয়ে আসছেন আইটেম নম্বর! ভারতীয় পত্রিকাগুলো এমনটাই জানাচ্ছে।
পশ্চিমবঙ্গের একটি পত্রিকা জানায়, সানি কাজ করতে যাচ্ছেন কলকাতার পরিচালক ও প্রযোজক স্বপন সাহার ছবিতে।
তাদের ভাষ্য, ‘নিভৃতে থেকেই স্বপন সাহা অসংখ্য টেলিফোন করেছেন সানি লিওনের সেক্রেটারিকে। কিন্তু ও প্রান্ত ছিল নিশ্চুপ। কখনও বা দায়সারা উত্তর। তবু হাল ছাড়েননি এই প্রযোজক-পরিচালক। মনে মনে বিশ্বাস করতেন, একদিন সাড়া দেবেনই সুন্দরী। তপস্যার মতোই গভীর ছিল তার এই প্রচেষ্টা। রাজি হয়েছেন সানি।’
তবে ছবির নাম ও শিল্পীদের নাম এখন সামনে আনেননি স্বপন সাহা।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2t73WGt
July 13, 2017 at 09:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.