নয়াদিল্লী, ২৮ জুলাই- একদিনের আন্তর্জাতিক ম্যাচ (বিশ্বকাপ) আর টি টোয়েন্টি খেলেই ভারতীয় মহিলা ক্রিকেটে সাম্প্রতিক উন্মাদনার সৃষ্টি। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়িকা মিতালি রাজের বিশ্লেষণ, মহিলা ক্রিকেটে আসল উন্নতির জন্য প্রয়োজন টেস্ট খেলা। বৃহস্পতিবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সংবর্ধনা দিল বিশ্বকাপে রানার্স মহিলা ক্রিকেট দলকে। প্রত্যেককে ৫০ লক্ষ টাকা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে মিতালি বলেছেন, টেস্ট খেলেই কিন্তু দক্ষতা আসে। ক্রিকেটারদের সেখানেই আসল পরীক্ষা হয় । মানসিকতা, টেকনিক, শারীরিক সক্ষমতা সমস্ত উপাদানগুলোর যাচাই হওয়ার মঞ্চ টেস্ট। তাই টেস্ট খেলা হলে মহিলা ক্রিকেটেও আগামীদিনে আরও বিশ্বমানের ক্রিকেটার উঠে আসতে পারে। এখনও পর্যন্ত মহিলাদের ক্রিকেটে রয়েছে অ্যাসেজ সিরিজ। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড নিজেদের মধ্যে খেলে। কিন্তু অন্য দেশগুলোর মধ্যে টেস্ট খেলা হয় না বললেই চলে। গত দশ বছরে ভারতীয় মহিলারা খেলেছেন মাত্র পাঁচটি টেস্ট! ভারতীয় দলের অধিনায়ক আরও বলেছেন, এটা স্বাভাবিক, প্রত্যেক দেশের বোর্ড একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং টি টোয়েন্টি ম্যাচের আয়োজন করে বাণিজ্যিকভাবে সফল হতে চায়। কিন্তু আমি চাই, ছোট ফর্ম্যাটের ক্রিকেটের সঙ্গে আমাদের জন্য টেস্টের আয়োজন নিয়মিত হওয়া উচিত। বুধবার লন্ডন থেকে মুম্বই বিমানবন্দরে নামার পরেই উচ্ছ্বসিত জনতার উন্মাদনার মধ্যে পড়তে হয়েছিল মিতালিদের। যে উচ্ছ্বাসের সঙ্গে এর আগে অভ্যস্ত ছিলেন না তাঁরা। অধিনায়িকা বলেছেন, ভারতীয় বোর্ড মহিলা ক্রিকেট অধিগ্রহণ করার আগের দিনগুলো কথা মনে পড়ছিল। তখন নিঃশব্দে দেশে ফিরতে হতো।এমনকী, ২০০৫-এর বিশ্বকাপে আমরা ভাল ফল করার পরেও দেশে ফিরে উন্মাদনা দেখিনি। এবার সেটা দেখে খুব ভাল লাগছে। মাত্র ৯ রানে হারলেও, দলের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ মিতালি। বলেছেন, দলগত সংহতি অসাধারণ ছিল। না হলে ফাইনালে উঠতে পারতাম না আমরা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v532Kz
July 28, 2017 at 08:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top