কলকাতা, ০৯ জুলাই- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার বাদুড়িয়া, বসিরহাটে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া সাম্প্রদায়িক উত্তেজনায় নতুন করে ঘিঁ ঢালার চেষ্টা করলেন বিজেপির এক বিধায়ক। যখন রাজ্য অশান্তির আগুন নিভিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা তখন পশ্চিমবঙ্গকে আর একটা গুজরাট বানানোর উসকানি দিলেন তেলঙ্গানা বিজেপির ওই বিধায়ক। টুইটারে দেওয়া একটি ভিডিও ক্লিপে হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিংহ বলেছেন, পশ্চিমবঙ্গে হিন্দুরা আজ একেবারেই নিরাপদ নন। সাম্প্রদায়িক হিংসায় যারা জড়িয়ে রয়েছেন, বাংলার হিন্দুদের তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত। ২০০২ সালে গুজরাটে হিন্দুরা যে শিক্ষাটা দিয়েছিলেন। না হলে খুব শিগগিরই পশ্চিমবঙ্গ আর একটা বাংলাদেশ হয়ে যাবে। হায়দরাবাদের বিজেপি বিধায়ক বলেন, এই কাজে পশ্চিমবঙ্গের হিন্দুদের কেবল সাহায্য করতে পারে বেঙ্গল টাইগার্স। তিনি শুধু সংগঠনটির নামোল্লেখ করেই থেমে থাকেননি, সেই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে তার মূল্যবান পরামর্শও দিয়েছেন! রাজা সিংহের পরামর্শ, ঘুম ভেঙে জেগে উঠুক বেঙ্গল টাইগার্স। বাঁচার লড়াইয়ে নামার জন্য হিন্দুদের সংগঠিত করুক। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ সরকার পরিস্থিতি সামলাতে পারেনি। বরং যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার তাদেরই সাহায্য করছে, করে চলেছে। রাজার কথায়, রাজ্য সরকার (পশ্চিমবঙ্গ) ওদের (সাম্প্রদায়িকদের) সাহায্য করছে। যারা ধর্মনিরপেক্ষ, তাদের কাছে আমার আবেদন, আপনারা যদি বাংলার হিন্দুদের নিরাপদে রাখতে চান, তারা সুরক্ষিত থাকুন, এটা দেখতে চান, তা হলে আপনারা আরও সচেতন হয়ে উঠুন। আপনারা যদি বাংলায় হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারেন, তা হলে আজ কাশ্মিরে যা হচ্ছে, হিন্দুদের একই দশা হবে পশ্চিমবঙ্গেও। কাশ্মিরি পণ্ডিতদের মতোই বাংলার হিন্দুরাও এক দিন নিশ্চিহ্ন হয়ে যাবেন। উল্লেখ্য, শনিবারই পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পরিস্থিতিকে স্বাভাবিক করে তোলার সরকারি প্রয়াসও চলছে। ওই ঘটনার রাশ টেনে ধরার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতারও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উসকানিমূলক মন্তব্যের ব্যাপারে হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিংহের রেকর্ড বেশ ভাল! গত এপ্রিলেই রাজা বলেছিলেন, রাম মন্দির নির্মাণে যারা বাধা দেবেন, তাদের মাথা কেটে দেওয়া হবে। এআর/১৭:৫৫/০৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t1twrJ
July 09, 2017 at 11:55PM
09 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top