জাতীয় সড়কে ফের লরি থেকে পণ্য ছিনতাই

ওদলাবাড়ি, ৮ জুলাইঃ পাহাড়ে খাদ্যসামগ্রী পাঠানো নিয়ে সমতলে গোলমালের সুযোগে জাতীয় সড়কে ছিনতাইকারীদের একটি দল সক্রিয় হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার রাতে সিকিমের মন্বর প্লেট লাগানো দুটি পিক আপ ভ্যান থেকে খাদ্যসামগ্রী লুট হওয়ার পর শুক্রবার রাতে ফের ৩১ মন্বর জাতীয় সড়কে গাড়ি তেকে পণ্য ছিনতাইয়ের ঘটনা গটল। রাত একটা নাগাদ ওদলাবাড়ি চৌরাস্তার কাছে লুট হয় রাধাশ্যান ডুয়ার্স ক্যারিয়ারের একটি লরি। শিলিগুড়ি থেকে বানারহাট পর্যন্ত পণ্য পরিবহণকারী সংস্খার লরিটা আটকে পণ্য লুট করে।

সংস্থার মালিক শিলিগুড়ির বাসিন্দা মনোজ গর্গ বলেন, রাত একটা নাগাদ ওদলাবাড়িতে যেখানে সাধারণত পুলিশ ব্যরিকেড বসিয়ে নাকা চেকিং করে সেখানে ৫-৭ জন যুবক সাদা পোশাকে নিজেদের সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে লরি আটকে কাগজপত্র দেখতে চায়।  গাড়ির চালক মহম্মদ নাজিরকে মারধর করে মোবাইল ফোন কেড়ে নেয়। এরই মাঝে কয়েকজন গাড়িতে উঠে জিনিসেক কার্টন নামাতে থাকে। প্রায় ১০ মিনিট দরে অপারেশন চালিয়ে পালিয়ে যায় তারা।

আশ্চর্যের বিষয় হল, যতক্ষণ দুষ্কৃতীরা অপারেশন চালিয়েছে ততক্ষণ পুলিশ প্রতিদিনের মতো ওই জায়গায় ছিল না। কিছুক্ষণ পর তারা এসে লরি চালকের বক্তব্য শুনে খোঁজাখুঁজি শুরু করলেও কাউকে ধরতে বা চিহ্নিত করতে পারেনি। গোটা ঘটনায় পুলিশের বূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মালের মহকুমাশাসক ধবলকুমার জৈন  বলেন, এ ব্যাপারে পুলিশেকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ছবিঃ ওদলাবাড়ি চৌরাস্তা। এখানে শুক্রবার রাতে লরি থেকে ছিনতাই হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uUQlif

July 08, 2017 at 12:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top