রায়গঞ্জ পুলিশে রদবদল

রায়গঞ্জ, ২০ জুলাইঃ রদবদল হল উত্তর দিনাজপুর জেলা পুলিশে। বৃহস্পতিবার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন দার্জিলিংয়ের ৭ নম্বর ব্যাটালিয়ানের সিইও শ্যাম সিং। রায়গঞ্জের প্রাক্তন পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠর আসানসোলের এসআইআরবি-র সিইও পদে দায়িত্বভার গ্রহণ করবেন শুক্রবার।

উল্লেখ্য, রায়গঞ্জ শহর জুড়ে আদিবাসীদের হামলার তৈরি হয়েছিল অগ্নিগর্ভ পরিস্থিতি। টানা তিনদিন চলে বন্‌ধ। বিভিন্ন সংগঠনের তরফে বেশ কয়েকদিন ধরে শহর জুড়ে চলছিল শান্তি মিছিল। তবে ইতিমধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।

এই ঘটনার জেরে শো-কজ করা হয়েছিল পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠরকে। সোমবার তিনি স্বরাষ্ট্র দফতরে শো-কজের জবাব দেন। কিন্তু সেই জবাবে  সন্তুষ্ট হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজ্যের এক দাপুটে মন্ত্রী জানান, এই ঘটনার জেরেই শেষপর্যন্ত বদল করা হল পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠরকে।

রায়গঞ্জকে প্রধান কার্যালয় করে দিনাজপুরের ডিআইজি পদ তৈরি করে মালদহ রেঞ্জের ডিআইজি জয়ন্ত পালকে তুলে তড়িঘড়ি নতুন পদের দায়িত্ব দেওয়া হয়। জেলাশাসক আয়েশা রানী এ বলেন, কয়েকদিনের মধ্যে রায়গঞ্জ শহর স্বাভাবিক হয়ে যাবে। এদিন পুলিশ সুপার শ্যাম সিং কাজে যোগ দেওয়ার পর সমস্ত ফাইল চেয়ে পাঠান তিনি। পুলিশ সুপার শ্যাম সিং বলেন, আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে সেটাই তার মূল কর্তব্য। পাশাপাশি নাকা চেকিং, গোয়েন্দা দফতরের আধিকারিকদের সজাগ থাকতে বলেছেন। এই জেলায় ক্রাইম, ডাকাতি কিভাবে কমানো যায়, সেদিকেও তিনি নজর রাখবেন বলে জানিয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vFtMhB

July 20, 2017 at 09:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top