ইসলামাবাদ, ৩১ জুলাই- ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাওনা সিরিজের ক্ষতিপূরণ হিসেবে ১ বিলিয়ন রুপি দাবি করে এবার আইসিসির কাছে নালিশ জানাতে যাচ্ছে পিসিবি! এই বিষয়ে বোর্ডের পক্ষ থেকে নাকি অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে ২০১৪ সালে একটি সিরিজ নিয়ে চুক্তি হয়েছিল পিসিবির। কিন্তু নিরাপত্তার কারণে সেই সিরিজ খেলেনি ভারত। সেই সিরিজ ঘিরে পিসিবি ক্ষতিপূরণ দাবি করেছে। কারণ সিরিজ না হওয়ায় নাকি বেশ আর্থিক ক্ষতির মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, ২০০৯ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের টিম বাসে হামলার পর থেকে কোনো দল পাকিস্তানে খেলতে যায় না। কেবল জিম্বাবুয়ে একবার পাকিস্তানে গিয়েছিল। সেসময়ও খেলা চলাকালীন স্টেডিয়ামের অদূরে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ভারত দ্বি-পাক্ষিক সিরিজের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আমরা অনেক ক্ষতির মুখে পড়েছি। আমাদের ওই সময় ১ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। ইতোমধ্যে ক্ষতি পুষিয়ে নিতে ব্রিটিশ আইন বিষয়ক একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই আইসিসির বিরোধ সংক্রান্ত কমিটির কাছে অভিযোগ দায়ের করা হবে। ওই সিরিজ না হওয়ায় আমাদের সম্প্রচার সত্ত্বেও ঝামেলা হচ্ছে। কারণ সেখানে পরিস্কার উল্লেখ ছিল ভারত-পাকিস্তান সিরিজ না হলে অন্য সিরিজের ক্ষেত্রে অর্থের পরিমাণ কমে যাবে। শাহরিয়ার আরও জানান, ক্ষতিপূরণ দাবিতে আমরা আরও আগে থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশ পাঠিয়েছি। যদিও এর জবাব দেয়নি বিসিসিআই। তাই উপায় না দেখে এই পদক্ষেপ বেছে নিতে হচ্ছে। ওদের কারণে আমরা প্রচুর লভ্যাংশ হারিয়েছি। উল্লেখ্য, চুক্তি অনুযায়ী ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৬টি দ্বি-পাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারত-পাকিস্তানের। কিন্তু কাশ্মীর হামলাকে কেন্দ্র করে দুই দেশের মুখ দেখাদেখি এখন বন্ধ। শুধুমাত্র আইসিসির টুর্নামেন্টেই দুই দলের দেখা হচ্ছে। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে সরফরাজ আহমেদের দল। আর/১২:১৪/৩১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vbZFkW
July 31, 2017 at 07:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top