দুর্নীতি প্রতিরোধে হবিগঞ্জে দুদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির গণশুনানি।

নিজস্ব প্রতিনিধি::
হবিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্বোচ্ছার হতে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গণশুনানির আয়োজন করে।

“তথ্য পাওয়া আমার আইনি অধিকার, সেবা পাওয়া আমার নাগরিক অধিকার , দুর্নীতি মুক্ত দেশ আমার সাংবিধানিক অধিকার” এই স্লোগান নিয়ে ১২ জুলাই বুধবার সকাল সাড়ে ১১টায়, হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে গণশুনানির আয়োজন করা হয়।

গনশুনানিতে সরকারের গুরুত্বপূর্ণ ১৩টি কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। জেলা সদর হাসপাতাল, পাসর্পোট অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস, বিআরটিএ অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, সোনালী ব্যাংক লি:, রুপালী ব্যাংক লি:, জনতা ব্যাংক লি:, অগ্রণী ব্যাংক লি:, বাংলাদেশ কৃষি ব্যাংক লি:, উপজেলা ভূমি অফিস, উপজেলা সেটেলমেন্ট (জরিপ) অফিস, সাব-রেজিস্ট্রি অফিস (সদর), উপজেলা হিসাব রক্ষণ অফিস, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা জেলার বিভিন্ন স্থান থেকে আগত জনগণের অভিযোগের জবাব দেন ।

গণশুনানির আগে আলোচনা সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোসাম্মৎ নাজমানারা খাতুন, সিলেটে রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক মোঃ কামরুল আহসান, সিলেট মেট্রো পলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া ও হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sQ8f4Y

July 12, 2017 at 08:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top