ডার্বি, ২১ জুলাইঃ হরমনপ্রীত কৌরকে অনেকেই তিরাশির কপিলদেব বলছেন বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে। পাঞ্জাবের মেয়ে আগামী রবিবার লর্ডসের মাঠে আরেকবার লগান-এর ছবি দেখাবেন কিনা, সেই জল্পনাতেই মশগুল আপামর ভারতবাসী। সবচেয়ে বড়ো কথা, বোধহয় এই প্রথম বিরাট-ধোনি-সামিদের জনপ্রিয়তায় ভাগ বসাচ্ছেন হরমনপ্রীত-মিতালি-ঝুলনরা। সারা ভারত তাঁদের কুর্নিশ জানাচ্ছে।
টানা বৃষ্টির পর খেলা শুরু হতেই ভারতের টুটি চেপে ধরেছিল অস্ট্রেলিয়া। ১০ ওভারের মধ্যেই ৩৫ রান তুলতে ২ উইকেট হারায় ভারত। আরেকটা গ্রুপ লিগের ম্যাচ ভেবে অনেকেই টিভির সামনে থেকে উঠে গিয়েছিলেন। ২৫ ওভার পর্যন্ত বোঝা যায়নি এরপর কী হতে যাচ্ছে। ৪২ ওভারের ম্যাচের রং এরপরই বদলে দেন হরমনপ্রীত। ভারতের ইনিংস শেষে তাঁর নামের পাশে জ্বলজ্বল করছিল ১১৫ বলে অপরাজিত ১৭১। পুরো ৫০ ওভার খেলা হলে ডেনমার্কের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের ২২৯ রানের রেকর্ডটাও বোধহয় অক্ষত থাকত না।
অস্ট্রেলিয়ার খুনে মেজাজটাকেই খুন করে ফেলেছিলেন হরমনপ্রীত। আর সেটাকেই ভিত করে বৃষ্টিভেজা পিচে আগুন ঝরাতে থাকেন ঝুলন-শিখা। মাত্র ২১ রানে ৩ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার মেয়েরা আর মাথা তুলতে পারেনি। শেষ উইকেটে ব্ল্যাকওয়েল পালটা লড়াই দিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। রবিবাসরীয় ফাইনালের অপেক্ষায় মিতালিদের জন্য সারা দেশ ততক্ষণে গাইতে শুরু করেছে চাক দে ইন্ডিয়া।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uFahcj
July 21, 2017 at 10:50AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন