লন্ডন, ২৪ জুলাইঃ ৯ রানে হেরে মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় অধরাই থেকে গেল ভারতের। মাত্র ৯রানের জন্য ট্রফি জয়ের স্বাদ পেলেন না মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা। অথচ একটা সময় ভারতের জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা। সেখান থেকে ‘বিগ ম্যাচ’ খেলার চাপ নিতে পারল না ভারতীয় ব্যাটিংয়ের লোয়ার মিডল ওর্ডার।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। যদিও ভারতীয় বোলারদের দাপটে ৭ উইকেটে ২২৮ এর বেশি করতে পারেনি তারা। বড়ো সারা টেলরের ৪৫ ও নাতালি স্কিভারের ৫১। ঝুলন ১০ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। পুনম যাদব পান ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে স্মৃতি মন্ধানা এদিনও ব্যর্থ। আরেক ওপেনার পুনম রাউত (৮৬) ও সেমি ফাইনালের তারকা হরমনপ্রীত কাউর (৫১) জুটি গড়ে ভারতকে জয়ের রাস্তায় নিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু প্রথমে হরমনপ্রীত ও পরে পুন্ম ফিরতেই ম্যাচে ফেরে ব্রিটিশরা। ৪৮.৪ ওভারে ২১৯ রানেই শেষ হয় ভারতের ইনিংস। ইংল্যান্ডের অ্যানা শ্রাবসোল ৬টি উইকেট নেন। তিনিই ম্যাচের সেরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gVQ5gI
July 24, 2017 at 11:41AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন