সুরমা টাইমস ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে ৪ শিশু হত্যার রায়ে সন্তুষ্ট নয় তাদের পরিবার। নিহতদের মায়েরা রায় প্রকাশের পর কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) সকালে চাঞ্চল্যকর এ হত্যামামলার রায় ঘোষণা করেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান।
রায়ের খবর নিহতদের বাড়িতে পৌঁছার পর গগনবিদারী কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এসময় তারা অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সযোগে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
রায়ে ৯ আসামীর মধ্যে রায়ে রুবেল মিয়া, আরজু মিয়া ও পলাতক উস্তার মিয়াকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আর রুবেলের ভাই জুয়েল মিয়া ও শাহেদকে সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক।
হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার জুয়েল-রুবেলের বাবা আব্দুল আলী বাগাল এবং পলাতক আসামি বাবুল মিয়া ও বিল্লালকে আদালত খালাস দিয়েছে। এই মামলার আরেক আসামী বাচ্চু মিয়া আগেই র্যাবের সাথে কথিত বন্দুক যুদ্ধে নিহত হন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uxZa48
July 26, 2017 at 11:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন