কলকাতা, ০৭ জুলাই- মডেল সনিকা সিং মৃত্যুকাণ্ডে অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে গ্রেফতার করা হয়েছে। অনিচ্ছাকৃত খুনের মামলায় তাঁকে গ্রেফতার করে টালিগঞ্জ থানা ও কলকাতা গোয়েন্দা পুলিশ। গভীর রাতে কসবার অ্যাক্রোপলিস মলের কাছ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজ (শুক্রবার) তাঁকে আলিপুর আদালতে তোলা হবে। সূত্রে জানা গেছে, পুলিশ বিক্রম চ্যাটার্জির কাছ থেকে সনিকা মৃত্যুর রহস্য সম্পর্কে জানতে চাইবে। এছাড়াও সেই দিনের দুর্ঘটনায় যা যা ঘটেছিল সেই বিষয়েও প্রশ্ন করা হবে এই অভিনেতাকে এবং কিভাবে সনিকার মৃত্যু হলো সেই রহস্য বের করবে পুলিশ। গতকাল বিক্রম তাঁর এক বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। এ সময় খবর পেয়ে গোয়েন্দারা তাঁকে অনুসরণ করতে থাকেন। পুলিশ সূত্রে খবর, একটি ক্যাবে করে পালিয়ে যাওয়ার ছক কষেণ বিক্রম চ্যাটার্জি। রাত তখন ১২.১৫। অ্যাক্রোপলিস মলের কাছে ক্যাবটি আটকান গোয়েন্দারা। এরপর গ্রেফতার করা হয় অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে। রাতে টালিগঞ্জ থানার লক আপে একাই ছিলেন বিক্রম চ্যাটার্জি। সারা রাত জেগে ছিলেন। লক আপের বাইরে একটি স্ট্যান্ড ফ্যান দেওয়া হয়। সতরঞ্জি দেওয়া হয় লকআপের ভিতর। সেখানে বসে বসেই রাত কাটিয়ে দেন তিনি। বারবার আইনজীবীর সঙ্গে কথা বলতে চান বিক্রম। সনিকার মৃত্যুর পর বিক্রমের বিরুদ্ধে ৩০৪-এর A ধারায় মামলা দায়ের করে পুলিশ। অর্থাৎ গাফিলতির জেরে মৃত্যু কিন্তু তখনই প্রশ্ন ওঠে, কেন বিক্রমের বিরুদ্ধে জামিন যোগ্য ধারা দেওয়া হচ্ছে? বারবার সনিকার পরিবারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় কলকাতা পুলিশকে। প্রশ্ন তোলেন সনিকার বন্ধুরাও। এরপরই ধারা পরিবর্তন করা হয়। যুক্ত করা হয় ৩০৪ ধারা। অর্থাৎ অনিচ্ছাকৃত খুন। জামিন অযোগ্য ধারা যুক্ত করার পর অবশ্য পুলিশ গ্রেফতার করেনি বিক্রমকে। বিক্রম চ্যাটার্জিকে দফায় দফায় জেরা করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিক্রমের বয়ানে বিস্তর অসঙ্গতি ধরা পড়ে। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ এবং ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখার পর বেশ কিছু সূত্র পায় পুলিশ। আদালতেও ৪জন গোপন জবানবন্দি দেয়। পুলিশও কয়েকজনের বয়ান নথিবদ্ধ করে। এরপরই পুলিশ তাঁকে গ্রেফতারের উদ্যোগ নেয়। এআর/২১:১০/০৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uSptiT
July 08, 2017 at 03:07AM
07 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top