শিলিগুড়ি, ৭ জুলাইঃ সময়মতো স্কুলে না আসা শিক্ষকদের শায়েস্তা করতে এবার কড়া ব্যবস্থা নিচ্ছে শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ। দেরিতে স্কুলে আসার জন্য যে সব শিক্ষক ধরা পড়েছেন তাঁদের ডিআই অফিসে ডেকে পাঠিয়ে রীতিমতো মুচলেকা আদায় করা হচ্ছে যে ভবিষ্যতে তাঁরা আর এমন দায়িত্বজ্ঞানহীন কাজ করবেন না। এতেও ছাড় নেই, দুপুরের স্কুলগুলির ছুটির সময় বেশ কয়েকটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ভিডিও কলিং করে প্রমাণ দিতে হবে যে তাঁরা স্কুলে রয়েছেন ছুটি না হওয়া পর্যন্ত। কোন স্কুলে শিক্ষকরা বিদ্যালয় সমসদ অফিসের কোন কর্মীর সঙ্গে কথা বলবেন সেটাো স্পষ্ট করে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। সংসদের নতুন চেয়াম্যান প্রণব ভট্টাচার্য জানিয়েছেন, এছাড়াও তিনি স্কুলগুলিতে আচমকা ভিজিট করবেন।
সংসদ চেয়ারম্যান বলেছেন, বেশিরভাগ স্কুল ঠিকঠাক চলেছে। তবে যেসব স্কুলের বিরুদ্ধে অভিযোগ আছে সেখানে আচমকা পরিদর্শন হবে। আবার গাফিলতি ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tYe2tx
July 07, 2017 at 11:15AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন