বাগডাঙ্গা ও শিবগঞ্জ এলাকা থেকে তিন জেএমবি সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বাগডাঙ্গা ও শিবগঞ্জ উপজেলা থেকে বুধবার রাতে পৃথক অভিযানে তিন জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি ৩ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাঁরা হলেন, সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল মালেক ওরফে আলম (৪৬), শিবগঞ্জ উপজেলার শিবনগর ত্রিমোহনী গ্রামের সাহ মন্ডলের ছেলে  আলামিন ওরফে লুটু (২৫) ও নজরুল ইসলামের ছেলে ইসমাইল (২০)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল মালেক এবং বুধবার দিবাগত রাত তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকা থেকে ইসমাইল ও একই সময় ত্রিমোহনী এলাকা থেকে আলামিনকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, এরা সবাই জেএমবি’র সদস্য। এদের মধ্যে আব্দুল মালেক ওরফে লুটুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে পূর্বের মামলা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে নিয়মিত মামলায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৭-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2t6SOK2

July 13, 2017 at 08:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top