ঢাকা, ২৮ জুলাই- নাম একজন মানুষের পরিচিতি। তবে একজন মানুষের একাধিক নাম থাকতে পারে। বাংলাদেশের নায়ক নায়িকাদেরও একাধিক নাম আছে। কিন্তু তারকারা সাধারণত নামের ব্র্যান্ডিং করার জন্য তাদের মূল নামের পরিবর্তন করে থাকেন। এ ক্ষেত্রে নতুন নামটি হয়ত তারা নিজে পছন্দ করে রাখেন। অথবা পরিচালক নিজে তারকার নাম দেন। আসুন জেনে নেই পরিবর্তন করা সেসব তারকাদের নাম: রত্না থেকে শাবান বাংলা চলচ্চিত্রে দীর্ঘ সময় উজ্জ্বল নায়িকা হিসেবে অভিনয় করেছেন শাবানা। এই অভিনেত্রী চলচ্চিত্রে শাবানা নামে পরিচিত হলেও তার আসল নাম হচ্ছে আফরোজা সুলতানা রত্না। তিনি চলচ্চিত্রে আসেন ১৯৬২ সালে। প্রথম দিকে তার নাম শাবানা থাকলেও ১৯৬৬ সালের চকুরী নামের এক উর্দু সিনামায় তার নাম হয় শাবানা। ১৯৬৬ সাল থেকে আজও শাবানা নামেই দর্শকের মনজয় করে আছেন এই নায়িকা। রিয়াজুদ্দিন থেকে রিয়াজ নায়ক রিয়াজুদ্দিন ১৯৯৫ সালে চলচ্চিত্রে প্রবেশ করেন। তার আসল নাম হচ্ছে রিয়াজুদ্দিন আহম্মেদ ছিদ্দিক। তিনি চলচ্চিত্রে এসে নাম পরিবর্তন করে রিয়াজ হন। ইদ্রিস আলী থেকে ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন আশির দশকের জনপ্রিয় নায়ক। ইলিয়াস কাঞ্চনের আসল নাম হচ্ছে ইদ্রিস আলী। তিনি ১৯৭৭ সালে চলচ্চিত্রে প্রবেশ করেন। তখন থেকেই তার আসল নাম ইদ্রিস আলী পরিবর্তন করে ইলিয়াস কাঞ্চন রাখা হয়। মিনা পাল থেকে কবরী নায়িকা কবরি হচ্ছে ঢাকাই ছবির স্বর্ণযুগের মিষ্টি মেয়ে। ১৯৬৪ সালে সুভাষ দত্তের সুতরাং ছবির মধ্যদিয়ে তিনি চলচ্চিত্রে আসেন। রেনু থেকে রোজিনা বাংলা ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা ছিলেন রোজিনা। যদিও চলচ্চিত্র জগতে এসে তিনি সবার কাছে রোজিনা নামে পরিচিত হয়েছেন। কিন্তু তার আসল নাম হচ্ছে রওশন আরা রেনু। আসলাম থেকে মান্না নায়ক মান্না ১৯৮৪ সালে রুপালী জগতে প্রবেশ করেন। তার আসল নাম হচ্ছে এসএম আসলাম তালুকদার। চলচ্চিত্রে তার আসল নাম পরিবর্তন করে মান্না রাখা হয়। ২০০৮ সালে হার্ট অ্যাটাকে মারা যান তিনি। শৈশবের ইমন হলেন সালমান শাহ বাংলা চলচ্চিত্রে বরপুত্র ছিলেন সালমান শাহ। তার আসল নাম হচ্ছে শাহরিয়ার চৌধুরী ইমন। সোহানুর রহমান সোহানের কেয়ামত ছবির মধ্যদিয়ে তিনি চলচ্চিত্রে আসেন। আরিফা আখতার জামান এখন মৌসুমী নায়িকা মৌসুমির আসল নাম হচ্ছে আরিফা আখতার জামান। তিনি কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন। নূপুর থেক শাবনূর শাবনূরের পূর্ব নাম নূপুর। নির্মাতা এহতেশাম পরিচালিত চাঁদনী রাতে ছবির মাধ্যমে ১৯৯৩ সালে পর্দায় আসেন চিত্রনায়িকা শাবনূর। তার আসল নাম কাজী শারমিন নাহার নূপুর। রীতা থেকে পূর্ণিমা নায়িকা পূর্ণিমার আসল নাম হচ্ছে দিলারা হানিফ রিতা। কিন্তু চলচ্চিত্রে এসে তার নাম হয় পূর্ণিমা। নিপা থেকে মাহিয়া মাহি বর্তমানের তারকা মাহিয়া মাহির আসল নাম নিপা। তিনি চিত্রজগতে এসে তার নাম পরিবর্তন করে রাখেন মাহিয়া মাহি। তিনি ভালোবাসার রঙ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন। মাসুদ রানা থেকে শাকিব খান বর্তমানের শেরা নায়ক শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা। তিনি অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এমএ/ ০৬:৫৭/ ২৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u3oEmc
July 28, 2017 at 12:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top