চোরাই তেল থেকেই ট্যাঙ্কারে আগুন, দাবি স্থানীয়দের

শিলিগুড়ি, ১৬ জুলাইঃ এনজেপি-র ইন্ডিয়ান অয়েলের ডিপো সংলগ্ন এলাকায় চোরাই তেলের কারবার বন্ধের দাবি তুললেন বাসিন্দারা। শনিবার রাতে ডিপোর সামনে আগুন লেগে যায় পাঁচটি তেলে ট্যাঙ্কারে। আগুনে পুড়ে যায় দুটি বাড়ি ও বেশ কয়েকটি গাছ। ট্যাঙ্কারগুলিকে কেন্দ্র করে চোরাই তেল পাচারের সময় কোনভাবে আগুন লেগে যায় বললে সন্দেহ এলাকাবাসীদের। তাদের অভিযোগ, ওই এলাকায় চোরাই তেলের কারবার কুটির শিল্পে পরিণত হয়েছে। অন্যদিকে, রবিবারও ইন্ডিয়ান অয়েলের ডিপোর সামনে গাড়ি দাঁড় করানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এনজেপি থানার পুলিশের তরফে ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন লাগার ঘটনার তদন্তের জন্য ইন্ডিয়ান অয়েলের তরফে বিশেষ টিম গঠন করা হয়েছে। তেল সংস্থার নিজস্ব ফরেন্সিক টিম নমুনা সংগ্রহ করেছে বলেও জানা গিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tfv2eE

July 16, 2017 at 01:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top